প্রথম ধাপে ১৫২টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব উপজেলায় ভোট গ্রহণ হবে আগামী ৮ মে।
আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের বৈঠকে নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়। এবারের উপজেলা পরিষদ নির্বাচন হবে চারটি ধাপে। এর মধ্যে প্রথম ধাপে যেসব উপজেলায় ভোট গ্রহণ করা হবে, সেগুলোর তফসিল ঘোষণা করা হয়েছে। বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দেওয়া যাবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। মনোনয়ন ফরম যাচাই-বাছাই হবে ১৭ এপ্রিল। মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর ভোট গ্রহণ ৮ মে।
১৫২টি উপজেলার মধ্যে ৯টি জেলার ২২টি উপজেলায় ভোট হবে ইভিএমে। জেলাগুলো হলো কক্সবাজার, শরীয়তপুর, চাঁদপুর, জামালপুর, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, পিরোজপুর ও মানিকগঞ্জ। প্রথম ধাপে এসব জেলার ২২টি উপজেলায় ভোট হবে।
অশোক কুমার দেবনাথ আরও বলেন, দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ হবে ২৩ মে, তৃতীয় ধাপের ভোট গ্রহণ হবে ২৯ মে এবং চতুর্থ ধাপের ভোট হবে ৫ জুন।
সদস্য পদে মনোনয়ন ফরম নমুনা:
ফরম – ২
(প্রবিধান ১৮ দ্রষ্টব্য)
অভিভাবক/সাধারণ শিক্ষক/মহিলা শিক্ষক/দাতা/প্রতিষ্ঠতা শ্রেণির সদস্য পদে মনোনয়ন ফরম।
শিক্ষা প্রতিষ্ঠানের নামঃ —————————————————————————————–
শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানাঃ ————————————————————————————–
সদস্য পদের শ্রেণি (উল্লেখ করুন):—————————————————————
১। প্রার্থীর নাম :
২। প্রার্থীর পিতার/স্বামীর নাম :
৩। প্রার্থীর মাতার নাম :
৪। প্রার্থীর ঠিকানা :
৫। প্রার্থীর ভোটার নম্বর :
৬। প্রস্তাবকের নাম :
৭। প্রস্তাবকের ভোটার নম্বর :
৮। সমর্থকের নাম :
৯। সমর্থকের ভোটার নম্বর :
১০। তারিখ সহ প্রস্তাবকের স্বাক্ষর/টিপসহি :
১১। তারিখ সহ সমর্থকের স্বাক্ষর/টিপসহি :
আমি এই মনোনয়নে আমার সম্মতি প্রদানপূর্বক ঘোষনা করিতেছি যে, আমি ——————————————————শ্রেণির সদস্য পদে
প্রতিদ্বন্ধিতা করিতে বর্তমান প্রচলিত কোন আইনে অযোগ্য নহি।
তারিখ: ———————-
প্রার্থীর স্বাক্ষর/টিপসহি
(প্রিজাইডিং অফিসার পূরণ করিবেন)
ক্রমিক নম্বর:————————
মনোনয়নপত্র জমার প্রত্যয়ন
প্রত্যয়ন করা যাইতেছে যে, জনাব/বেগম ——————————————————————, ভোটার নম্বর —————-এর———-
——————————— পদে মনোনয়নপত্র —————- তারিখ ————ঘটিকায় আমার নিকট জমা দিয়েছেন।
প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর
তারিখ ও সিল
(প্রিজাইডিং অফিসার পূরণ করিবেন)
মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত প্রত্যয়ন
প্রত্যয়ন করা যাইতেছে যে, জনাব/বেগম ——————————————-এর ——————————–পদে
মনোনয়নপত্র আমি বাছাই করেছি এবং নিম্নরূপ সিদ্ধান্ত প্রদান করিতেছি: ———————————————–
(অবৈধ ঘোষনার ক্ষেত্রে কারণ বিবৃত করিতে হইবে)
প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর
প্রাপ্তী স্বীকার
ক্রমিক নম্বর ——————–
জনাব/বেগম———————————–ভোটার নম্বর—————-এর ——————–পদে
মনোনয়নপত্র ————————-তারিখ ——————– ঘটিকায় আমার নিকট জমা দিয়াছেন। আগামী —————-তারিখ ———————–(স্থানের নাম উল্লেখ করুন ) ———————-ঘটিকা হইতে ————-ঘটিকার মধ্যে মনোনয়নপত্র বাছাই করা হইবে।
প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর