google-site-verification=rXaFmwSiYigXRnCfxubQMUMfWDLuTGq64pGk6OzeFd4

Java Script And JQuery

 

 

JavaScript

Java Script And JQuery

JavaScript is a clint-side scripting language এটি হচ্ছে ক্লাইন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ। যদিও অনেকটা পোগ্রামিং ল্যাংগুয়েজ এর মত কাজ করে। কিন্তু আসলে এটা স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ। JavaScript স্ক্রিপ্টি দিয়ে আমরা যা করতে পারি। তা হল ওয়েব সাইডের বিভিন্ন বিহেভিয়র কন্ট্রল করা হয়, JavaScript এর মাধ্যমে আমরা Form Validation করতে পার,ি Slider তৈরি করতে পারি, Calculator তৈরি করতে পারি etc etc. এটা আবিষ্কার করেন 1995 সালে সর্বপ্রথম Brendan Eich (ব্র্যানডান ইচ) নামক এক ব্যাক্তি এবং 1997 সালে এটি Ecma262 (একমা টু সিক্স টু) অফিসিয়াল নামে নাম করণ করা হয় । JavaScript এর অফিসিয়াল ভাবে ECMA Script নামেও ডাকা হয়। Java পোগ্রামিং ল্যাংগুয়েজ JavaScript হল স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ। তাহলে বুঝতে পারলাম উভয়টা পৃথক। JavaScript শিখার পূর্বে html ও css শিকতে হবে। html ও css হল একটা ওয়েব সাইটের বেসিক এলিমেন্ট তাই এটা আগে শিখতে হবে।

JavaScript এর জন্য ব্যবহৃত টুল্স

Modern Web Browser- Google Chrome, Mozila Firefox
Text Editor Like: Sublime text, Notepad++, Bracket etc.

JavaScript এর জন্য সিনটেক্স

JavaScript কোড লেখার জন্য স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতে হয় এটা ডাবল ট্যাগ।

যেমন নিচে দেখানো হল।

< script >

alert(‘Hello World!-Changed’);

< / script >

JavaScript কোডগুলো html এর কোন কোন যায়গায় লেখতে হয়।

 

(body) বডিতে লেখা যায়, (head) হেডে লেখায়, (both) উভয়টাতেও লেখা যায়। (External) এক্সটার্নাল ফাইল তৈরি করেও দেয়া যায়। যাভা স্ক্রিপ্ট সবসময় ( .js ) এক্সটেনশন নামে
(External) এক্সটার্নাল ফাইলে যখন আমরা কোড লেখবো তখন আমরা স্ক্রিপ্ট ট্যাগ লেখবো না। আমরা হেডের ভিতরে ( .js ) ফালকে কল করে দিব। যেমন নিচে দেখানো হল।

< script >

src=”first.js”

< / script >

যাভাস্ক্রিপ্ট কেইস সেনসিটিভ। হোয়াইট স্পেস এর কোন ভেলু নেই। কিন্তু আউটপুটে ভেলু আছে।
কেমেল কেইস ব্যবহার করা। সেমিকোলন রিকুয়ারেড নয় তবে রিকমান্ডেড। কমেন্ট ব্যবহার করা। যাতে অন্যের বুঝতে সহজ হয়।

js Comment যাভা স্ক্রিপ্ট এর মধ্যে কমেন্ট ব্যবহার করা

// this is single line comment
/*
this is multy
line comment ”
*/

js Output element যাভা স্ক্রিপ্ট দেখার জন্য কিছু নিয়ম নিতী আছে

innerHTML
document.write ()
alart()
consol.log() মূলত এটা ডিভাগিং টুল

js document.write () যাভা স্ক্রিপ্ট ডকোমেন্ট ডট রাইট

 

<script>

document.write(“<h2>I Love Bangladesh</h2> “);

document.write(5*6);

</script>

এটাকে আমরা বাটনের মধ্যেও উল্লেখ করতে পারি।
< button onclick=”document.write (‘I Love Bangladesh’)” > Click Me < /button >
প্যারেনথিসেস এর মধ্যে আমরা যা কিছু লিখবো তা প্রদর্শিত হবে।
আমরা চাইলে html ট্যাগও বসাতে পারি। যেমন নিচে দেখানো হল।
<script>
document.write (“< h2> I Love Bangladesh </h2>”);
</script>

আমরা চাইলে এটাকে বাটনের মধ্যেও প্রবেশ করাতে পারি। যেমন নিচে দেখানো হল।
< button onclick=”document.write (‘I Love Bangladesh’)” > Clik me < /button >

js inner HTML () যাভা স্ক্রিপ্ট ইনার এইচটি এমএল

 

<script>

<h2 id=”demo”>this is a text</h2>

document.get Element By Id (‘demo’).innerHTML = ‘I Love It Bari’; </button>

</script>

আমরা বাটনও ব্যবহার করতে পারি।

<h2 id=”demo”>this is a text</h2>

<script type=”text/javascript”>

</script>

<button onclick=”document.getElementById(‘demo’).innerHTML = ‘new text’;”>Click Me</button>

Thank you for reading the post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top