করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার দোয়া ও আমল সমুহ।

image

 

করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার দোয়া ও আমল সমুহ।

1। প্রথমে বলে রাখি দোয়াগুলো করোনা মহামারীর জন্য খাছ নয়। যে কোন মহামারী বা বিপদাপদের সময় পড়তে পারেন অথবা সব সময়ের জন্য আমলী জিন্দেগীতে পিট করতে পারেন। তবে হ্যাঁ এসমস্ত আমল তখই বেশি উপকারে আসবে, যখন আপনী ফরজ ওয়াজিব বিধান ও রাসূলের সুন্নাতে মুয়াক্কাদাহ্ সম্পাদন করতে পারবেন।

 

اَللّٰھُمَّ اِنِّیْ اَعُوْذُبِکَ مِنَ الْبَرَصِ وَالْجُنُوْنِ وَالَجُزَامِ
وَمِنْ سَیِّئِ الْاَسْقَامِ –

১ . আমলের নিয়মঃ- প্রত্যেক নামাজের পর এই দোয়াটি বেশি বেশি পড়বেন। এছাড়া অন্য সময় ও পড়তে পারেন।

উচ্চারণঃ- আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বারাসি  অল জুনুনী, অল জুযামী, অমিন সায়্যিইল আসক্বাম।

2। 

بِسْمِ اللّٰہِ الَّذِیْ لَا یَضُرُّمَعَ سْمِہ شَیْئٌ فِی الْاَرْضِ 

وَ لَا فِی السَّمَاءِ وَ ھُوَ السَّمِیْعُ الْعَلِیْم

২.আমলের নিয়মঃ-  প্রতিদিন ফজর ও মাগরীবের পর ৩ বার  করে।

উচ্চারণঃ বিছমিল্লা হিল্লাযি, লা ইয়া র্দুরু মাআছ্মিহি সাইয়ুঁন ফিল আরদি ওয়ালা ফিছ্-ছামায়ি ওয়া হুয়াছ্ ছামিউল আলিম।

পাকিস্তানের বিখ্যাত আলেম  আল্লামা তকী উসমানী সাহেবের বর্ণনা, তাকে এক বুযুর্গ ব্যাক্তি বলেছেন। রাসূলুল্লাহ্ (সাঃ) সপ্ন যোগে আমাকে বলেছেন, উম্মতকে বলেদিন বর্তমান পরিস্থিতে তারা যেন এআমলটি করে, আল্লাহ তাদেরকে হিফাযত করবেন।

   (১) সূরা ফাতিহা ৩ বার (২) সূরা ইখ্লাস ৩ বার।

image

 (৩) ৩১৩ বার এই দোয়াটি পড়বে حسبنا اللّہ و نعم الوکیل

        ( হাছ্বুনাল্লাহু ওয়া নিড়মাল অকীল )

 আমলের নিয়মঃ আমলটি করার পূর্বে ওযু করে দুই রাকাত নফল নামাজ , ইস্তেগফার ও দূরুদ শরীফ পড়ে আমলটি শুরু করবে। আমল শেষে পুনরায় দূরুদ শরীফ পড়ে শেষ করলে ভালো, এটা আদব।

বিশেষ কিছু করনীয় ও বর্জনীয়

1,      1.  সদা সর্বদা ওযুর সাথে থাকবে ।

2,      02.  বেশি বেশি ইস্তেগফার করবে। ( সকালে ১০০ বার ,বিকালে ১০০ বার।)

3,      03.  পরিষ্কার পরিচ্ছন্ন থাকা।( এজন্য সাবান, হক্সেসিল, মাস্ক ব্যবহার করুন।)

4,      
04.
  দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা।

5,      05.  সকাল বিকাল ১০০ বার দূরুদ শরীফ পড়া।

6,     06.  বেশি বেশি কুরআন শরীফ তিলাওয়াত ও যিকির করা।

7,      07  বেশি বেশি নফল নামাজ পড়া।

8,
08.  মেছওয়াক ব্যবহার করা।

9,      09.  দুর্গন্ধ, ধুলাবালি, ও ধোঁয়া থেকে বেঁচে থাকুন।     (এজন্য ভালোমানরে সহনীয় ন্ধযুক্ত মাস্ক ব্যবহার কুরুন)

 এই সঙ্কটে আপনার হৃদয় ব্যাথা প্রকাশ করুন।  Express your heartache in this crisis.

ধন্যবাদ

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top