তাসমিয়াহ্ কম্পিউটার Tc Computer

অপারেটরঃ মুহাঃ নাছির উদ্দিন
লোকেশনঃ দক্ষিণ কুমিল্লা,লাকসাম,মনোহরগঞ্জ, উত্তর হাওলা আতর আলী মার্কেট উত্তর গলি।
সার্ভিস টাইম: দুপুর 12:40 থেকে রাত 09:00 টা পর্যন্ত।

 

তাসমিয়াহ্ কম্পিউটার স্লাইডার

 

Tc Logo%20Design%2001

FB%20Cover%204


New%2004

 

 

কাজের বিবরণ

1.পাসপোর্ট সাইজ ফটো প্রিন্ট 5 কপি = 60 টাকা। কপি = 40 টাকা।

2. স্টাম্প সাইজ ফটো প্রিন্ট 5 কপি= 40 টাকা।

3. এক পেইজ বিশিষ্ট সিভি/বায়োডাটা কম্পোজ = 50 টাকা, 2 পেইজ 100 টাকা।

4. এপ্লিকেশন এক পেইজ কম্পোজ= 50 টাকা, 2 পেইজ 100 টাকা।

5. দলিল কম্পোজ এক পেইজ= 50 টাকা, 2 পেইজ= 100 টাকা, তিন পেইজ 150 টাকা।

6. প্রশ্নপত্র কম্পোজ এক কলাম= 35 টাকা, 2 কলাম= 40 টাকা, 3/4 কলাম= ৬০ টাকা।

7. প্রাতিষ্ঠানিক প্রশ্ন ফটোকপি A4 প্রতি পেইজ =2.5 টাকা (দুই টাকা পঞ্চাশ পয়সা করে।) 

8. কাগজের দাম বৃদ্ধির কারণে ফটোকপির দাম বাড়ানো হয়েছে। 

9. প্রশ্নপত্র ফটোকপি লিগেল প্রতি পেইজ= 3.5 টাকা। 

10.  যে সকল প্রতিষ্ঠান শিশু থেকে ৩য় শ্রেণি পর্যন্ত, ঐসকল প্রতিষ্ঠান ৫দিন আগে প্রশ্নপত্র জমা দিতে হবে।

11.  যে সকল প্রতিষ্ঠান শিশু থেকে ৫ম শ্রেণি পর্যন্তঐসকল প্রতিষ্ঠান  দিন আগে প্রশ্নপত্র জমা দিতে হবে।

12.  যে সকল প্রতিষ্ঠান শিশু থেকে দাওরা পর্যন্তা তারা ১৪ দিন আগে প্রশ্নপত্র জমা দিতে হবে।

13.  জন্ম নিবন্ধনের জন্য আবেদন ফি ১০০ টাকা।

14.  জন্ম নিবন্ধনের জন্য কি কি লাগবে?  নিচের কন্টাক্ট নম্বরে যোগাযোগ করুন।

15.  জাতীয় পরিচয় পত্রের জন্য আবেদন 100 টাকা

16.  ওয়ারিশ সনদের আবেদন। এই আবেদন করতে কি কি লাগবে? নিচের কন্টাক্ট নম্বরে যোগাযোগ করুন। 

17.  খাজনা দাখিলা পরিশোধ। এটি করতে কি কি লাগবে?   নিচের কন্টাক্ট নম্বরে যোগাযোগ করুন।

18.  SSC/Dakhil/JSC/JDC/HSC and Others Result , Marksheet  অনলাইন থেকে প্রিন্ট করা হয়। 

19.  ফিঙ্গার প্রিন্ট সার্টিফিকেট বাহির করা হয়। এটি করতে কি কি লাগবে?   নিচের কন্টাক্ট নম্বরে যোগাযোগ করুন।

20.  টিন সার্টিফিকেটের জন্য রেজিষ্ট্রেশন হয়। এটি করতে কি কি লাগবে?   নিচের কন্টাক্ট নম্বরে যোগাযোগ করুন।

21.  পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করা হয়এটি করতে কি কি লাগবে?   নিচের কন্টাক্ট নম্বরে যোগাযোগ করুন।

22.  বিএমইটি  সার্টিফিকেট বাহির করা হয়। 

23.  করোনা টিকার আবদেন সনদ ডাউন লোড হয়। এটি করতে কি কি লাগবে?   নিচের কন্টাক্ট নম্বরে যোগাযোগ করুন।

24. প্রবাসীদের করোনা রিপোর্ট বাহির করা হয়। 

25. বয়ষ্ক/প্রতিবন্ধি ও বিধবা ভাতার আবেদন করা হয়। 

   NID এর জন্য আবেদন করতে কি কি লাগবে।

অনলাইন জন্ম নিবন্ধন ফটোকপি।

পিতা-মাতার আইডির ফটোকপি

ঘরের টেক্স রশিদ ও বিদ্যুৎ বিলের ফটোকপি

চেয়ারম্যান প্রত্যয়ন (ভোটার হইনি মর্মে) এটা বোর্ডঅফিস থেকে আনতে হবে।

স্বামী/স্ত্রীর আইডির ফটোকপি (প্রযোয্য ক্ষেত্রে অর্থাৎ বিবাহিত/বিবাহিতা হলে।)

পাসপোর্টের ফটোকপি(প্রবাসীদের ক্ষেত্রে)

ব্লাড টেস্টের রিপোরট।

 

অনলাইনে
ফরম ফিলাপ করে ফরমটির প্রিন্ট কপি নিয়ে চেয়ারম্যানের স্বাক্ষর করিয়ে সত্যায়িত করতে হবে
, অবশেষে
এগুলো সব উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে হবে। ঐখানে আপনার ফটো তোলা হবে। আপনাকে
একটি স্লিপ দেয়া হবে ঐস্লিপটি সংগ্রহ করে রাখবেন।
  তারপর
১/২ সপ্তাহ পর কনফারমেশন মেসেজ পাবেন। যদি মেসেজ না পান তাহলে উপজেলা নির্ব চন অফিসে যোগা যোগ করবেন। মেসেজ পাওয়ার পর ভোটার স্লিপ
, জন্ম
নিবন্ধনের ফটোকপি ও যে কোন ধরনের একটি মোবাইল
  নিয়ে
যে কোন কম্পিউটার দোকানে গিয়ে আপানার অরিজিনাল আইডিটি তোলে আনতে পারবেন। অবশ্যই
যার আইডি সে নিজে যেতে হবে। আসা করি বুঝতে পারলেন।
 

তাসমিয়াহ কম্পিউটারের জানামতে এইটুকু আরো বিস্তারিত জানতে নির্বাচন অফিসের ওয়েভ সাইটে গিয়ে দেখতে পারেন। আর নতুন কোন কিছু যদি আপডেট করা হয় তাহলেও সেটা এখানে জানতে পারবেন। 

  • NID  বাহির করতে কি কি লাগবে?

  √ প্রথমত:- যার NID তার আবেদনের ফরম নম্বর, অথবা মেসেজে পাওয়া আইডি নম্বর,  জন্ম নিবন্ধনের ফটোকপি অথবা সঠিক জন্ম তারিখ যাহার নমুনা এমন হবে:- ১৪/০৭/২০০৫

 √দিতীয়ত:- যাহার এন আইডি তাকে পেইচ স্ক্রিন করার জন্য উপস্থিত হতে হবে অথবা পেইচ স্ক্রিন করে একটি ভিডিও পাঠাতে হবে।

10. পাসপোর্টের জন্য আবেদন ফি ১০০ টাকা। পাসপোর্টের জন্য কি কি লাগবে?  বর্তমানে ই-পাসপোর্ট করতে নিজ  আইডি কার্ড ও পিতা-মাতার আইডির রঙিন ফটোকপি  লাগবে।

 ফটোকপি

1. সাদা কালো খুচরা ফটোকপি 5 টাকা করে। একই ডকোমেন্ট 10 কপি বা এর ছেয়ে বেশি হলে 2.5টাকা করে।
2. রঙিন ফটোকপি 10 টাকা করে।
3. মোবাইল থেকে আইডি, জন্ম নিবন্ধন, পাসপোর্ট, অথবা অন্য কোন ডকোমেন্ট প্রিন্ট দিলে প্রথম
    কপি 10 টাকা করে পরবর্তি যতকপি নিবেন 5 টাকা করে।
4. দলীল ফটোকপি 5 টাকা করে, 10 কপির বেশি হলে 3.5 টাকা করে, 15 কপির বেশি হলে 3 টাকা করে।

   লেমেনেটিং

1. A4  50 Tk
2. Lg  70 Tk
3. A5  35 Tk
4. B4  100 Tk 
 

স্কেনিং

স্কেনিং প্রতি পেইজ 10 টাকা করে। 10 কপির বেশি হলে 5 টাকা করে। 

জিমেইল/ইমেইল

জিমেইল 30 টাকা করে, ডকোমেন্ট আপলোড হিসাবে আরো বেশি হতে পারে।

 

Asset0

Tc-Computer Whats App Contact If you need any service. can contact with Whats App. Thanks.

নিচের বারকোডটি স্কেন করলে ওয়াট্স-এপ নম্বরে কানেক্ট হতে পারবেন।
অথবা ডাইরেক্ট ডয়াল করতে পারেন। 01737-780 152
Scan Here

 

Tc-Computer Whats App Contact

 

প্রডাক্ট ফটো তাসমিয়াহ কম্পিউটার

 

অপারেটর মুহাঃ নাছির উদ্দিন

 

 

দাওয়াতী কাজের জন্য আটজন সাহাবী চীনে গেলেন। 

রাসূল (স)-এর ৮ জন সাহাবী ব্যবসার মাধ্যমে দ্বীনের দাওয়াত দেয়ার উদ্দেশ্যে চীন দেশে গমন করেন। তারা ব্যবসায়ে সততা এবং আমানতদারির প্রমাণ দেন। তাদের সততা এবং নিষ্ঠায় মুগ্ধ হয়ে বহু লোক তাদের সঙ্গী হয়ে যান। তারা সততার এবং আমানতদারির পথের অনুসারী হন। এতে চীনের অসৎ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয় এবং তারা হিংসার আগুনে জ্বলতে থাকে। সৎ ব্যবসায়ীদের দোকানে বেচাকেনা বেড়ে যায়, কারণ তারা ওজনে কম দিতো না। এবং ন্যায্যমূল্যে জিনিস বিক্রি করতো। ফলে সৎ ব্যবসায়ীদের ব্যবসায় উন্নতি হতে থাকে। অসৎ ব্যবসায়ীরা একত্রিত হয়ে স্থানীয় বাদশাহর কাছে ৮ জন সাহাবার বিরুদ্ধে অভিযোগ পেশ করে। তারা বাদশাহকে জানায় ৮ জন বিদেশী ব্যবসায়ী আমাদের বাজার নিয়ন্ত্রণ করছে আমাদের ব্যবসা বাণিজ্যে কোন লাভ হচ্ছেনা। তাদের এ দেশ থেকে বের করে দেয়া হোক। ৮ জন সাহাবাকে বাদশাহর দরবারে ডাকা হলো। বাদশাহ বললেন, তোমরা কেন আমাদের দেশকে ধ্বংস করতে চাও? তারা বললেন, আমরা আপনাদের দেশ ধ্বংস করতে চাইনা বরং আবাদ করতে চাই। আমরা সততা এবং ন্যায়পরায়ণতার সঙ্গে ব্যবসা শিক্ষা দিচ্ছি। এতে ব্যবসার উন্নতি হবে। কিন্তু বাদশাহ সাহাবাদের কোন বক্তব্য শুনলেন না তিনি তাদেরকে চীন থেকে বের হয়ে যাওয়ার আদেশ দিলেন। সাহাবারা বললেন, আমাদের অপরাধ কি বলুন।

আমরা নিজেদের ভুল শুধরে নেব । কিন্তু বাদশাহ তাদেরকে জোর পূর্বক বের করে দেয়ার সিদ্ধান্ত জানিয়ে দিলেন। নির্দিষ্ট তারিখে ৮ জন সাহাবী চীন থেকে চলে আসার প্রাক্কালে হাজার হাজার মানুষ তাদের সফরসঙ্গী হলো। তারা স্থানীয় প্রশাসনকে জানিয়ে দিলো যে, ওরা যেখানে যাবে আমরাও তাদের সঙ্গে যাবো। এই বিস্ময়কর দৃশ্য দেখে উপদেষ্টা পরিষদ বাদশাহকে বোঝালো যে এতো মানুষ যদি চীন থেকে অন্যত্র চলে যায় তবে আপনি কাদের উপর রাজত্ব করবেন? বাধ্য হয়ে বাদশাহ ৮ জন সাহাবার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন। জন সাহাবাকে তাদের ইচ্ছা অনুযায়ী ব্যবসা বাণিজ্য এবং দ্বীনের দাওয়াত ও তাবলীগের কাজ করার জন্য অনুমতি দেয়া হয় । এই ৮ জন সাহাবার পরিভ্রমণের ফলে বর্তমানে চীনে ৮ কোটি মুসলমান বসবাস করছেন। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সততা নিষ্ঠা এবং আমানতদারির পরিচয় দিয়ে তারা ইসলামের প্রসার ঘটিয়ে ছিলেন।

ন্যায়-নিষ্ঠা, সততা ও আমানতদারিতার সুফল সর্বস্থানেই এগিয়ে তাই আমাদের উচিৎ সততার সাথে ব্যবসা পরিচালনা করা। হে আল্লাহ! আমাদের সকলকে (বিশেষ করে তাসমিয়াহ কম্পিউটারকে) আপনার হুকুম ও আমাদের নবী মুহাম্মদ সাঃ এর আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করার জন্য তৌফিক দান করুন । আমীন সুম্মা আমীন।

Tc-Computer Logo



Tc-Computer Logo

Tc-Computer Logo

 

Tc-Computer Logo – 3
টিসি-কম্পিউটার লগো - 3
Tc-Computer Logo Design
Tc-Computer Logo Design

 

খুৎবাহ

 

ইসলামিক পোস্ট

 

 

মুনাজাত ফটো

 

Thank you for reading the post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top