অব্যাহতি পত্র Exemption Letter
আবেদন পত্র লেখার নিয়ম পদ্ধতি আমাদের ছাত্র জীবন থেকে কর্মজীবন সব জায়গায় জরুরী হয়। বিভিন্ন কাজের জন্যই আমাদের বিভিন্ন রকম দরখাস্ত বা এ্যপ্লিকেশন লেখার নিয়ম জানার দরকার হয়ে থাকে৷ ছোটবেলায় ছুটির জন্য আবেদন পত্র লেখার নিয়ম শেখা কিংবা পড়াশোনা শেষে চাকরির দরখাস্ত লেখা, বাস্তবিক অর্থে আবেদন পত্র লেখার জন্য সবার মাঝেই প্রথমবার একটি অস্বস্তি অনুভব হয়ে থাকে। তাছাড়া, চাকরির দরখাস্ত লেখার নিয়ম নিয়ে আমাদের একটু বাড়তি সতর্কতাই অবলম্বন করতে হয়। তাই, আবেদন পত্র লেখার নিয়ম বাংলা মিডিয়ায় হলেও সঠিকভাবে জানা জরুরী।
• আবেদনের তারিখ
• প্রাপক (যার কাছে আবেদন করছেন তার নাম, পদবি ও ঠিকানা)
• আবেদনের বিষয়বস্তু।
• সম্ভাষণ (জনাব স্যার/ ম্যাডাম ইত্যাদি)
• আবেদনের বিষয়টির গঠনমূলক বর্ণনা।
• আবেদনকারীর নাম, পদবি, ঠিকানা।
নিচে একটি অব্যাহতি পত্রের নমুনা দেওয়া হল।
তারিখ: ২৭/০১/২০২২ ইং বরাবর, অধ্যক্ষ মনোহরগঞ্জ,কুমিল্লা। বিষয়: জনাব, সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্নক্ষরকারী বিগত ৩০/১০/২০১৬ ইং তারিখ হতে আপনার মাদ্রাসায় সহকারী (শরীর চর্চা) পদে কর্মরত আছি। আমি গত ২০/০১/২০২২ ইং তারিখে এনটিআরসিএ কর্তৃক তৃতীয় গণবিজ্ঞপ্তির মাধ্যমে বরল্লা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক ( শরীর চর্চা) পদে নিয়োগ প্রাপ্ত হই। তাই আমি আপনার মাদ্রাসার সহকারী শিক্ষক (শরীর চর্চা) পদ হতে ০১/০২/২০২২ ইং তারিখ থেকে অব্যাহতি চাই। অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন উল্লেখিত বিষয় সু-বিবেচনা করে আমাকে উক্ত সহকারী শিক্ষক (শরীর চর্চা) পদ হতে অব্যাহতি প্রদান করার জন্য আপনার সদয় মর্জি কামনা করি। বিনীত এখানে স্বাক্ষর হবে মোঃ সহকারী শিক্ষক (শরীর চর্চা) ইনডে· নং- ২০০৯১৯৩ নাথেরপেটুয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা মনোহরগঞ্জ, কুমিল্লা। নিচে অব্যাহতি পত্রের একটি নমুনা ফটো দেওয়া হল। |
বিশেষ দ্রষ্টব্য: সম্মানিত বন্ধুগন এরকম আরো এপলিকেশন পেতে আমার ওয়েব সাইটটি সাব্সক্রাইব করে রাখুন। আমার এই চ্যানেলে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পোস্ট তৈরী করি। যেমন: সিভি, এ্যাপ্লিকেশন, প্রশ্ন তৈরী এমসি কিউ প্রশ্ন, বাংলা, আরবী , উর্দু, ফার্সী প্রশ্ন তৈরী করার পদ্ধতি। বিভিন্ন ধরনের ইসলামিক পোসট, রোজা-রমযান হজ্জ্ব-যাকাত, কুরবানী, নামায, এছাড়াও বিভিন্ন বিষয়ে ইসলামিক প্রশ্ন-উত্তর জানতে পারবেন। কম্পিউটার ল্যাপটপ বিষয়ে বিভিন্ন সমস্যার সমাধান সম্পর্কিত পোস্ট। এ এস ওয়ার্ড সম্পর্কিত ট্রিপস এনড ট্রিক্স সম্পর্কিত পোসট আপলোড করা হয়। তাই নতুন আপডেট পোস্ট পেতে সাব্সক্রাইব করে রাখুন।
Thank you for reading the post.