জেলা পরিষদ ‎চেয়ারম্যান বরাবর অর্থ বরাদ্দের জন্য আবেদন পত্র

 

Applications 01

জেলা পরিষদ ‎চেয়ারম্যান বরাবর অর্থ বরাদ্দের জন্য আবেদন পত্র

আবেদন পত্র লেখার নিয়ম পদ্ধতি  আমাদের ছাত্র জীবন থেকে কর্মজীবন সব জায়গায় জরুরী হয়। বিভিন্ন কাজের জন্যই আমাদের বিভিন্ন রকম দরখাস্ত বা এ্যপ্লিকেশন লেখার নিয়ম জানার দরকার হয়ে থাকে৷ ছোটবেলায় ছুটির জন্য আবেদন পত্র লেখার নিয়ম শেখা কিংবা পড়াশোনা শেষে চাকরির দরখাস্ত লেখা, বাস্তবিক অর্থে আবেদন পত্র লেখার জন্য সবার মাঝেই প্রথমবার একটি অস্বস্তি অনুভব হয়ে থাকে। তাছাড়া, চাকরির দরখাস্ত লেখার নিয়ম নিয়ে আমাদের একটু বাড়তি সতর্কতাই অবলম্বন করতে হয়। তাই, আবেদন পত্র লেখার নিয়ম বাংলা মিডিয়ায় হলেও সঠিকভাবে জানা জরুরী। তাছাড়া, প্রতিটি আবেদন পত্র লেখার নিয়ম পৃথক পৃথক হয়ে থাকে। তাই কিভাবে আবেদনপত্র লেখার নিয়ম অনুসরণ করে দরখাস্ত লিখবো। এবং দরখাস্তে কি কি লিখতে হবে এসব বিষয়ে প্রশ্ন থেকেই যায়। আবেদন পত্র লেখার নিয়ম নিয়ে কোনো বিষয় অজানা থাকলে বা মনে দ্বিধাগ্রস্ত হলেও অন্য কারো সাহায্য গ্রহন করতে অস্বস্তিবোধ হয়। কারন শিক্ষাগত যোগ্যতার বিপরীতে কারো কাছে এধরনের সহযোগিতা চাওয়াটা বিব্রতকর মনে ওয়াটা অস্বাভাবিক নয়। তাই আমাদের উচিৎ আবেদনপত্র লেখার নিয়মগুলো সঠিকভাবে আয়ত্বে নিয়ে আসা কিভাবে দরখাস্ত লিখতে হয়, কোন আবেদনপত্রের ফরম্যাট কেমন হবে, কি ধরনের তথ্য সংযুক্তি হিসেবে দিতে হবে, সেসব বিষয়ে পর্যাপ্ত জ্ঞান অর্জন করা। শুধু বাংলা আবেদন পত্র লেখার নিয়ম নয়, এই আর্টিকেলের মাধ্যমে আমরা ইংরেজিতে আবেদন পত্র লেখার নিয়মও জানবো, ইনশা-আল্লাহ। পত্র অনেক ধরনের হতে পারে যেমন, অভিযোগ পত্র, আবেদন পত্র বা দরখাস্ত, প্রত্যয়নপত্র, ইত্যাদি। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা শিখতে চলছি কিভাবে সুন্দর করে সাজিয়ে একটি দরখাস্ত লিখতে হয়। তো চলুন আবেদন পত্র লেখার সঠিক নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক। তবে আমাদের দরখাস্ত লেখা শেখার আগে প্রথমেই জানতে হবে একটি দরখাস্ত কিভাবে লিখতে হয় সেই সম্পর্কে। আবেদন পত্র লেখার কিছু নিয়ম আছে, যেগুলো ছাড়া সঠিকভাবে দরখাস্ত লেখা সম্পূর্ণ করা যায়না। আপনি যেকোনো ধরনের আবেদনপত্রই লিখুন না কেন নিচের নিয়মগুলো অনুসরণ করে লিখতে হবে। তাহলেই কেবল আপনার দরখাস্ত পূর্ণতা পাবে, যেমন:

আবেদনের তারিখ

প্রাপক (যার কাছে আবেদন করছেন তার নাম, পদবি ও ঠিকানা)

আবেদনের বিষয়বস্তু।

সম্ভাষণ (জনাব স্যার/ ম্যাডাম ইত্যাদি)

আবেদনের বিষয়টির গঠনমূলক বর্ণনা।

নিচে একটি জেলা পরিষদ ‎চেয়ারম্যান বরাবর অর্থ বরাদ্দের জন্য আবেদন পত্রের নমুনা দেওয়ান হল।

জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর অর্থ বরাদ্দের আবেদন পত্র

তারিখ:- ১৮/১২/২০২০ইং

বরাবর

‎চেয়ারম্যান‎

কুমিল্লা জেলা পরিষদ ‎

কুমিল্লা।‎

মাধ্যম:-মাস্টার মোঃ******************* চৌধুরী,সদস্য কুমিল্লা জেলা পরিরষদ,মনোহরগঞ্জ।

বিষয়:-৯নং উত্তর হাওলা ইউনিয়নের অন্তর্গত কয়েকশত বছরের পুরাতন উত্তর হাওলা দিঘিরপাড় কবরস্থানটি ‎সংস্কার ও গার্ড ওয়াল নির্মাণ করার জন্য অর্থ বরাদ্দের আবেদন।‎

জনাব,‎

সবিনয় নিবেদন এই যে ,আমি নিম্ন স্বাক্ষরকারী এই মর্মে উত্তর হাওলা গ্রামের সাধারণ হত দরিদ্র জনগনের ‎পক্ষে আপনার বরাবর প্রার্থনা করিতেছি যে, আমাদের কুমিল্লা জেলার মনোহগঞ্জ উপজেলার উত্তর হাওলা ‎ইউনিয়নের অন্তর্গত মৌজা-বড় উত্তর হাওলা,সাবেক দাগ নং ১০৯০, বি এস দাগ নং ৪৮৮৬ যার জায়গার ‎পরিমান ২ একর ৯০ শতক (২৯০শতক)। উক্ত জায়গাটি উত্তর হাওলা উচ্চ বিদ্যালয়ের জলাশয় ( দিঘী) ‎হিসাবে মালিকানা রয়েছে। উক্ত দিঘীর তিন পাড়ে আমাদের পূর্ব পুরুষীয় গণ স্থায়ী কবরস্থানে দীর্ঘ কয়েকশত ‎বছর যাবৎ মুসলিম জনগনের মরদেহ দাফন করে আসিতেছেন। কবরস্থানটির তিন পাশেই দিঘি হওয়ায় প্রতি ‎বছরই কম বেশি ভাঙ্গনের কবলে পড়তে হচ্ছে এবং বিলীন হয়ে যাচ্ছে আমাদের ঐতিহ্যবাহী কবরস্থানটি।  ‎যাতে  বর্তমানে মরদেহ দাফন করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। বর্তমানে কবরস্থানটির গার্ড ‎ওয়াল,চলাচলের রাস্তা এবং মাটি বরাট করা একান্ত প্রয়োজন।

এতএব ,মহোদয় সমীপে বিনীত নিবেদন এই যে,বর্নিত বিষয় আপনার সদয় দৃষ্টি নিরুপন পূর্বক কবরস্থানটির ‎গার্ড ওয়াল,চলাচলের রাসÍা এবং মাটি বরাটের জন্য প্রয়োজনীয় অর্থ মঞ্জুরীর জন্য বিনীত প্রার্থনা করছি।

 

বিনীত নিবেদক

এলাকা বাসীর পক্ষে ‎

 

 

‎মোঃ আবদুল……………..‎

সভাপতি-উত্তর হাওলা উচ্চ বিদ্যালয় ‎ ও সভাপতি উত্তর হাওলা দিঘিরপাড় কবরস্থান

‎মোবাইল
০১৭********

 

 

বিশেষ দ্রষ্টব্য:  সম্মানিত বন্ধুগন এরকম আরো এপলিকেশন পেতে আমার ওয়েব সাইটটি সাব্সক্রাইব করে রাখুন।  আমার এই চ্যানেলে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পোস্ট তৈরী করি। যেমন: সিভি, এ্যাপ্লিকেশন, প্রশ্ন তৈরী এমসি কিউ প্রশ্ন, বাংলা, আরবী , উর্দু, ফার্সী প্রশ্ন তৈরী করার পদ্ধতি। বিভিন্ন ধরনের ইসলামিক পোসট, রোজা-রমযান হজ্জ্ব-যাকাত, কুরবানী, নামায, এছাড়াও বিভিন্ন বিষয়ে ইসলামিক প্রশ্ন-উত্তর জানতে পারবেন। কম্পিউটার ল্যাপটপ বিষয়ে বিভিন্ন সমস্যার সমাধান সম্পর্কিত পোস্ট। এ এস ওয়ার্ড সম্পর্কিত ট্রিপস এনড ট্রিক্স সম্পর্কিত পোসট আপলোড করা হয়। তাই নতুন আপডেট পোস্ট পেতে সাব্সক্রাইব করে রাখুন।

Thank you for reading the post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top