যোগদান পত্র Joining letter
আবেদন পত্র লেখার নিয়ম পদ্ধতি আমাদের ছাত্র জীবন থেকে কর্মজীবন সব জায়গায় জরুরী হয়। বিভিন্ন কাজের জন্যই আমাদের বিভিন্ন রকম দরখাস্ত বা এ্যপ্লিকেশন লেখার নিয়ম জানার দরকার হয়ে থাকে৷ ছোটবেলায় ছুটির জন্য আবেদন পত্র লেখার নিয়ম শেখা কিংবা পড়াশোনা শেষে চাকরির দরখাস্ত লেখা, বাস্তবিক অর্থে আবেদন পত্র লেখার জন্য সবার মাঝেই প্রথমবার একটি অস্বস্তি অনুভব হয়ে থাকে। তাছাড়া, চাকরির দরখাস্ত লেখার নিয়ম নিয়ে আমাদের একটু বাড়তি সতর্কতাই অবলম্বন করতে হয়। তাই, আবেদন পত্র লেখার নিয়ম বাংলা মিডিয়ায় হলেও সঠিকভাবে জানা জরুরী।
• আবেদনের তারিখ
• প্রাপক (যার কাছে আবেদন করছেন তার নাম, পদবি ও ঠিকানা)
• আবেদনের বিষয়বস্তু।
• সম্ভাষণ (জনাব স্যার/ ম্যাডাম ইত্যাদি)
• আবেদনের বিষয়টির গঠনমূলক বর্ণনা।
• আবেদনকারীর নাম, পদবি, ঠিকানা।
নিচে একটি নমুনা দেওয়া হলো।
( যোগদান পত্র )
তারিখ: ০১/০২/২০২২ ইং
বরাবর, প্রধান শিক্ষক বরল্লা উচ্চ বিদ্যালয় মনোহরগঞ্জ,কুমিল্লা।
বিষয়: সহকারী শিক্ষক ( শরীর চর্চা ) পদে যোগদান প্রসঙ্গে। জনাব, যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী স্মারক নং ৩৭.০৫.০০০০.০১১.০১.০০১.২১-৬, শিক্ষা মন্ত্রনালয়ের ৩০ ডিসেম্বর ২০১৫ তারিখের ৩৭.০০.০০০০.০৭১.০৮.০০৮.০৫ ( অংশ)-১০৮১ সংখ্যক স্মারকের পরিপত্রের ৪.০ ও ৫.০ নং অনুচ্ছেদ অনুযায়ী ২০ জানুয়ারী ২০২২ ইং তারিখে আপনার প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক (শরীর চর্চা) পদে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ ( ঘঞজঈঅ) কর্তৃক নিয়োগের সুপারিশ পত্র পেয়ে এবং আপনার ৩০/০১/২০২২ ইং তারিখের নিয়োগ পত্র অনুযায়ী অদ্য ০১/০২/২০২২ইং তারিখে আপনার প্রতিষ্ঠানে উক্ত পদে যোগদান করলাম।
অতএব, মহোদয়ের সমীপে প্রার্থনা আমার যোগদান পত্র গ্রহণ পূর্বক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার মর্জি হয়।
বিনীত
মোঃ ************** গ্রামঃ উত্তর হাওলা ডাকঘরঃ উত্তর হাওলা উপজেলাঃ মনোহরগঞ্জ জেলাঃ কুমিল্লা। |
বিশেষ দ্রষ্টব্য: সম্মানিত বন্ধুগন এরকম আরো এপলিকেশন পেতে আমার ওয়েব সাইটটি সাব্সক্রাইব করে রাখুন। আমার এই চ্যানেলে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পোস্ট তৈরী করি। যেমন: সিভি, এ্যাপ্লিকেশন, প্রশ্ন তৈরী এমসি কিউ প্রশ্ন, বাংলা, আরবী , উর্দু, ফার্সী প্রশ্ন তৈরী করার পদ্ধতি। বিভিন্ন ধরনের ইসলামিক পোসট, রোজা-রমযান হজ্জ্ব-যাকাত, কুরবানী, নামায, এছাড়াও বিভিন্ন বিষয়ে ইসলামিক প্রশ্ন-উত্তর জানতে পারবেন। কম্পিউটার ল্যাপটপ বিষয়ে বিভিন্ন সমস্যার সমাধান সম্পর্কিত পোস্ট। এ এস ওয়ার্ড সম্পর্কিত ট্রিপস এনড ট্রিক্স সম্পর্কিত পোসট আপলোড করা হয়। তাই নতুন আপডেট পোস্ট পেতে সাব্সক্রাইব করে রাখুন।
Thank you for reading the post.