তাশাহ্হুদ বাংলা উচ্চারণসহ
দুই রাকাত বিশিষ্ট নামাজে ২য় রাকাতে অর্থাৎ শেষ বৈঠকে, তিন রাকাত ও চার রাকাত বিশিষ্ট নামাজের প্রথম ও শেষ বৈঠকে তাশাহ্হুদ পড়তে হয়।
اَلتَّحِيَّاتُ لِلّٰهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ- السَّلَامُ عَلَيْكَ اَيُهَا النَّبِیُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهٗ اَلسَّلَامُ عَلَيْنَا وَعَلٰى عِبَادِ اللهِ الصَّالِحِيْنَ – أَشْهَدُ أَنْ لَّا إِلٰهَ إِلّا اللهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهٗ وَرَسُوْلُهٗ –
বাংলা উচ্চারণঃ আত-তাহিয়্যাতু লিল্লাহি ওয়াছ ছলাওয়াতু ওয়াত ত্বয়্যিবাত।
অর্থঃ– সমস্ত মৌখিক ইবাদত, সমস্ত শারীরিক ইবাদত, এবং সমস্ত পবিত্র বিষয় আল্লাহ তা‘আলার জন্য। হে নবী! আপনার উপর শান্তি ও তাহার বরকতসমূহ নাযিল হউক। আমাদের প্রতি ও আল্লাহ তা‘আলার নেক বান্দাদের প্রতি তাঁহার শান্তি বর্ষিত হউক । আমি সাক্ষ্য দিতেছি যে, আল্লাহ তা‘আলা ব্যতীত আর কোন মা‘বুদ নাই । আমি আরও সাক্ষ্য দিতেছি যে, হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁহার বান্দা ও রাসূল।
Thank you for reading the post.