জমিন এগ্রিমেন্ট চুক্তি পত্র দলীল

 
জমিন এগ্রিমেন্ট

 

 

জমিন এগ্রিমেন্ট চুক্তি পত্র দলীল

 
জমিন এগ্রিমেন্ট গ্রহিতা: আঃ মজিদ , পিতা: বেচা মিঞাঁ,  সাং: উত্তর হাওলা, মনোহরগঞ্জ, কুমিল্লা।
জমিন এগ্রিমেন্ট দাতা: আবল খায়ের, পিতা মৃত আনু মিঞাঁ , সাং বড় উত্তর হাওলা, মোনাহরগঞ্জ ,কুমিল্লা। আমার টাকার বিশেষ প্রয়োজনে  আমার নিজ দখলীয় ও খতিয়ান ভুক্ত মালিকানা ভুমি এগ্রিমেন্ট দেয়ার প্রস্তাব করিলে, উক্ত প্রস্তাবে জনাব আঃ মজিদ জমিটি নিতে রাজী হইলেন, আমার জমিন মোট ৩০ ডি. ৬০,০০০/ (ষাট হাজার টাকা) মাত্র। এই মর্মে আমি অদ্য ১০/১০/২০২২ইং তারিখে উপস্থিত স্বাক্ষিগণের সামনে নগদে ৬০,০০০/ ষাট হাজার টাকা বুঝিয়া পাইয়া স্বেচ্ছায় স্বজ্ঞানে স্বাক্ষর করিলাম।  আরো প্রকাশ থাকে যে প্রতি ৩০ শে বৈশাখ মাসে জমিন ছোড়ানো যাইবে। তাবে জমিন এগ্রিমেন্ট গ্রহিতা জমিন চাষাবাদ করিবে না। কেবল মাত্র জমিন দাতা প্রতি ৩০ শে বৈশাখ মাসে মোট ৬ মন ইরিধান প্রদান করিবেন।
উপস্থিত স্বাক্ষীগণের স্বাক্ষর:
১।                 
২।                 
৩।                 
লেখক:
ডাঃ কামাল হোঃ পাটোয়ারী
সাং বড় উত্তর হাওলা
তাং:- ১০/১০/২০২২ইং

বিশেষ আকর্ষণ:

সম্মানিত বন্ধুগন এরকম আরো এগ্রিমেন্ট বা চুক্তিপত্র পেতে আমার ওয়েব সাইটটি সাব্সক্রাইব করে রাখুন। আমার এই চ্যানেলে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পোস্ট তৈরী করি। যেমন: ক্রিয়েটিভ সিভি, এ্যাপ্লিকেশন, প্রশ্ন তৈরী এমসি কিউ প্রশ্ন, বাংলা, আরবী , উর্দু, ফার্সী প্রশ্ন তৈরী করার পদ্ধতি। বিভিন্ন ধরনের ইসলামিক পোসট, রোজা-রমযান হজ্জ্ব-যাকাত, কুরবানী, নামায, এছাড়াও বিভিন্ন বিষয়ে ইসলামিক প্রশ্ন-উত্তর। কম্পিউটার ল্যাপটপ বিষয়ে বিভিন্ন সমস্যার সমাধান সম্পর্কিত পোস্ট। এম এস ওয়ার্ড সম্পর্কিত ট্রিপস এনড ট্রিক্স সম্পর্কিত পোসট আপলোড করা হয়। তাই নতুন আপডেট পোস্ট পেতে সাব্সক্রাইব করে রাখুন। 

Thank you for reading the post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top