কুরআনী চিকিৎসা

আয়াতে শিফা ফটো

পবিত্র কোরআন থেকে রোগ নিরাময়ের 6 টি ট্রিপ:

আল-কুরআনুল মাজিদ সর্বশক্তিমান আল্লাহর বাণী। আল্লাহর কুরআনের উপর আমল করে যে শক্তি অর্জন করা যায় তা অন্য কোন মাধ্যমে অর্জন করা যায় না। আপনি যদি পবিত্র কুরআনের এই ৬টি আয়াত অনুসরণ করেন যা আয়াতে শেফা নামে পরিচিত, আপনি অবশ্যই একটি সুস্থ জীবনযাপন করতে সক্ষম হবেন। ইনশাআল্লাহ।

নিচে আয়াতগুলোর বাংলা উচ্চারণ দেওয়া হলো।

1. ওয়া ইয়াশফি ছুদু-রা ক্বাওয়ামীম মু’মিনী-ন।
2. ওয়া শিফাউল লিমা-ফিছছুদু-রি।
3. ইয়াখরুয়ু মিম-বুতু-নিহা- শারা-বুম মুখতালিফুন, আলওয়ানুহু- ফি-হি শিফা-উল লিন্না-সি।
4. ওয়া-নুনাজ্জিলু মিনাল কুর-আনি মা-হুয়া শিফাউঁ ওয়া রাহমাতুল লিল মু’মিনী-না।
5. ওয়া ইজা মারিযতু ফা হুয়া ইয়াশফি-নি।
6. কুল হুয়া লিল্লাজিনা আমানু হুদাওঁ ওয়া শিফা।

উপরোক্ত আয়াতগুলো একিন ও বিশ্বাসের সহিত একবার পাঠ করে পানি ভর্তি পাত্রে (দম করে) মানি ফুঁ দিয়ে, পানি পান করলে আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের জটিল ও কঠিন রোগ থেকে রক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে কুরআন থেকে আমল করার তাওফীক দান করুন, আমীন।

কুরআন মাজীদে কোন সূরার কোন আয়াতে শিফার কথা বলা হয়েছে? চলুন তা জেনে নেই।

1. সূরা তওবার 14 নং আয়াত, ﻭَﻳَﺸۡﻒِ ﺻُﺪُﻭۡﺭَ ﻗَﻮۡﻡٍ ﻣُّﺆۡﻣِﻨِﻴۡﻦَۙ ( এবং তিনি মুসলিমদের অন্তর প্রশান্ত করবেন।)
2. সূরা ই-উনূসের 57 নং আয়াত, – ﻭَﺷِﻔَﺎٓﺀٌ ﻟِّﻤَﺎ ﻓِﻰ ﺍﻟﺼُّﺪُﻭۡﺭِۙ ﻭَﻫُﺪًﻯ ﻭَّﺭَﺣۡﻤَﺔٌ ﻟِّـﻠۡﻤُﺆۡمنین ـ (এবং মুমিনের দিলের রোগ নিরাময়, হেদায়েত ও রহমত ।)
3. সূরা নাহলের 69 নং আয়াত, یخرج من بطونھا شراب مختلف الوانہ ﻓِﻴۡﻪِ ﺷِﻔَﺎٓﺀٌ ﻟِّﻠﻨَّﺎﺱِ (এতে মানুষের জন্য আরোগ্য রয়েছে)

4. সূরা বনী ইস্রাঈলের ৮২ নং আয়াত, ﻭَﻧُﻨَﺰِّﻝُ ﻣِﻦَ ﺍﻟۡـﻘُﺮۡﺍٰﻥِ ﻣَﺎ ﻫُﻮَ ﺷِﻔَﺎٓﺀٌ ﻭَّﺭَﺣۡﻤَﺔٌ ﻟِّـﻠۡﻤُﺆۡﻣِﻨِین (আমি পবিত্র কোরআনে এমন কিছু নাজিল করি যা রোগের নিরাময় এবং মুমিনদের জন্য রহমত)

5. সূরা আস-শওয়ারার 80 নং আয়াত, – ﻭَﺍِﺫَﺍ ﻣَﺮِﺿۡﺖُ ﻓَﻬُﻮَ ﻳَﺸۡﻔِﻴۡﻦِ এবং যখন আমি অসুস্থ হই, তিনিই (আল্লাহ) সুস্থ করেন)

6. সূরা হা-মীমের 44 নং আয়াত – ﻗُﻞۡ ﻫُﻮَ ﻟِﻠَّﺬِﻳۡﻦَ ﺍٰﻣَﻨُﻮۡﺍ ﻫُﺪًﻯ ﻭَﺷِﻔَﺎٓﺀٌ (হে নবী বলুন, এটি মুমিনদের জন্য হেদায়েত ও নিরাময়) উপরের প্রতিটি আয়াতে কোরআনে মুমিনদের জন্য ‘নিরাময়’, ‘রহমত’ ইত্যাদির কথা বলা হয়েছে।

রোগ এবং চিকিতৎসা সম্পর্কে বিশেষজ্ঞের মতামত:

মুফাসসির ইমাম বায়হাকী (রহ.) বলেন পবিত্র কুরআনে ‘শেফা’ শব্দের অর্থ আত্মা ও দেহ উভয়ের নিরাময়কারী। অন্য কথায়, পবিত্র কোরানে যেমন আত্মার যাবতীয় রোগ ও কুপ্রবৃত্তির চিকিৎসা রয়েছে, তেমনি এতে শরীরের যাবতীয় রোগের চিকিৎসাও রয়েছে।

👉(তেত্রিশ আয়াতের ফজিল)

হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “খালিক মালিক রব মহান আল্লাহ এমন কোনো রোগ সৃষ্টি করেননি যার প্রতিষেধক তৈরি করেননি” [বুখারি, ভলিউম-২, পৃষ্ঠা-৮৪৮, হাদিস নং-৫২৭৬; তাফসীরে কুরতুবী, খন্ড-১০, পৃষ্ঠা-২৩৫]

 

ইমাম সুবকি (রহঃ) বলেনঃ সর্বশক্তিমান আল্লাহ তাকে স্বপ্নে বললেন, “তুমি কোরানের আয়াতের নিরাময় সংগ্রহ কর এবং সেগুলো তোমার ছেলের পাশে তিলাওয়াত কর (অর্থাাৎ আয়াতে শিফা) অথবা একটি পাত্রে আয়াতগুলো একত্রে লিখ। আপনার ছেলে সুস্থ না হওয়া পর্যন্ত সেগুলি পান করুন।” তারপর মহান আল্লাহ তায়ালা তাকে সুস্থতা দান করলেন। [তাফসীরে রুহুল মায়ানী, খণ্ড-৮, পৃষ্ঠা-১৪৫] “যে ব্যক্তি কুরআনের মাধ্যমে আল্লাহ তায়ালার নিকট রোগের প্রতিকার চায় না, তার কোন প্রতিকার নেই” [তাফসীরে কুরতুবী, খণ্ড-10, পৃষ্ঠা-235]।

 

তাই আল-কুরআন মানুষের হেদায়েতের জন্য এবং রোগ ও দুর্যোগ থেকে তাদের মুক্তির জন্য কার্যকর ও ফলপ্রসূ। দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভের ক্ষেত্রে প্রতিটি তথ্য ও তত্ত্ব কতটা বাস্তব। কোরানে এমন কিছু আয়াত রয়েছে যা বিভিন্ন রোগের নিরাময়। তাই কোরানের ওই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহর কাছে আরোগ্য প্রার্থনা করা উচিত। এগুলো রোগের চিকিৎসার জন্য পরম উপকারী এবং কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে না। তবেই এই আয়াতগুলোর মাধ্যমে রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে। এখানে আমি পবিত্র কুরআনের রোগ নিরাময় সংক্রান্ত মোট ৬টি আয়াত উল্লেখ করছি, একটি পানির পাত্র হাতে নিয়ে মুখের সামনে রাখুন এবং আয়াতটি একবার পড়ে মুখে দিয়ে পানির উপর ফুঁ দিন। আর পানি পান করুন।

 

মনে রাখবেন যে প্রত্যেকের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া উচিত এবং অসুস্থ হওয়ার আগে প্রত্যেকের স্বাস্থ্যের সুবিধাগুলি মূল্যায়ন করা উচিত। আর যদি আপনি অসুস্থ হয়ে পড়েন, আপনার বিশ্বাস করা উচিত যে এই অসুস্থতা আপনার নিজের দ্বারা সৃষ্ট এবং আপনি যদি সুস্থ হয়ে যান তবে আপনার বিশ্বাস করা উচিত যে এই স্বাস্থ্যটি আল্লাহ তায়ালার দান। কারণ কুরআনে দৃশ্যমান ও অদৃশ্য সব রোগের নিরাময় রয়েছে। – [আল্লাহ সবাইকে সুস্থ রাখুক – আমীন]।

চলুন আমরা আয়াতে শিফাগুলো এক নযরে দেখেনি।

  • ﻭَﻳَﺸۡﻒِ ﺻُﺪُﻭۡﺭَ ﻗَﻮۡﻡٍ ﻣُّﺆۡﻣِﻨِﻴۡﻦَۙ
  • ﻭَﺷِﻔَﺎٓﺀٌ ﻟِّﻤَﺎ ﻓِﻰ ﺍﻟﺼُّﺪُﻭۡﺭِۙ ﻭَﻫُﺪًﻯ ﻭَّﺭَﺣۡﻤَﺔٌ ﻟِّـﻠۡﻤُﺆۡمنین
  • یخرج من بطونھا شراب مختلف الوانہ ﻓِﻴۡﻪِ ﺷِﻔَﺎٓﺀٌ ﻟِّﻠﻨَّﺎﺱِ
  • ﻭَﻧُﻨَﺰِّﻝُ ﻣِﻦَ ﺍﻟۡـﻘُﺮۡﺍٰﻥِ ﻣَﺎ ﻫُﻮَ ﺷِﻔَﺎٓﺀٌ ﻭَّﺭَﺣۡﻤَﺔٌ ﻟِّـﻠۡﻤُﺆۡمنین
  • – ﻭَﺍِﺫَﺍ ﻣَﺮِﺿۡﺖُ ﻓَﻬُﻮَ ﻳَﺸۡﻔِﻴۡﻦِ
  • – ﻗُﻞۡ ﻫُﻮَ ﻟِﻠَّﺬِﻳۡﻦَ ﺍٰﻣَﻨُﻮۡﺍ ﻫُﺪًﻯ ﻭَﺷِﻔَﺎٓﺀٌ

বদ নজর থেকে পরিত্রাণের দুয়াঃ

হাদিস শরিফে উল্লেখ আছে, খারাপ অভিশাপগ্রস্ত ব্যক্তির মাথায় হাত রেখে তিনবার এই দওয়আটই পড়ে ফুঁক দিলে আল্লাহর রহমতে ওই ব্যক্তির অভিশাপ দূর হয়ে যায়। দোয়াটি নিচে উল্লেখ করা হলো।

اَعُوْذُ بِكَلِمَاتِ اللٰہِ التَّامَّۃِ مِنْ كُلِّ شَیْطَانٍ
وَ ھَامَّۃٍ وَمِنْ كُلِّ عَیْنٍ لَّامَّۃٍ

 

বাংলা উচ্চারণ:
আউযু বিকালিমা-তিল্লা-হিত-তা-ম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হা-ম্মাতিন, ওয়া মিন কুল্লি আ’নিল লা-মাতিন। অর্থ: আমি মহান আল্লাহ তায়ালার নিখুঁত বাণীর সাহায্যে শয়তানের সকল অনিষ্ট থেকে

***************************************

اَلّٰھُمََ لَکَ الْحَمْدُ، أَنْتَ نُورُ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ، وَلَكَ
الْحَمْدُ أَنْتَ قَيِّمُ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ، [وَلَكَ
الْحَمْدُ أَنْتَ رَبُّ السَّمَواتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ] [وَلَكَ
الْحَمْدُ لَكَ مُلْكُ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ] [وَلَكَ
الْحَمْدُ أَنْتَ مَلِكُ السَّمَوَاتِ وَالأَرْضِ] [وَلَكَ الْحَمْدُ] [أَنْتَ
الْحَقُّ، وَوَعْدُكَ الْحَقُّ، وَقَوْلُكَ الْحَقُّ، وَلِقاؤُكَ الْحَقُّ،
وَالْجَنَّةُ حَقٌّ،
وَالنَّارُ حَقٌّ،
وَالنَّبِيُّونَ حَقٌّ، وَمحَمَّدٌ صَلى اللهُ عَليْهِ وَسَلمَ حَقٌّ، وَالسّاعَةُ
حَقٌّ] [اللَّهُمَّ لَكَ أَسْلَمتُ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ، وَبِكَ آمَنْتُ،
وَإِلَيْكَ أَنَبْتُ، وَبِكَ خاصَمْتُ، وَإِلَيْكَ حاكَمْتُ. فَاغْفِرْ لِي مَا
قَدَّمْتُ، وَمَا أَخَّرْتُ، وَمَا أَسْرَرْتُ، وَمَا أَعْلَنْتُ] [أَنْتَ
المُقَدِّمُ، وَأَنْتَ المُؤَخِّرُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ] [أَنْتَ إِلَهِي لاَ
إِلَهَ إِلاَّ أَنْتَ]

************************************************

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top