চাকুরী হতে অব্যাহতি পত্র
সম্মানিত বন্ধুগন কোন প্রতিষ্ঠানে যোগদানের যেমন নিয়ম নিতী আছে তেমনী ভাবে অব্যাহতি নেওয়ার ও নিয়ম নিতী আছে। যোগদান পত্র দিয়ে যোগদান করতে হবে । অব্যাহতি পত্র দিয়ে অব্যাহতি নিতে হবে। তাই একটি অব্যাহতি পত্র কিভাবে লিখবেন তাহার নমুনা দেওয়া হল। পিডিএফ ফাইল সহ। ডাউনলোড করে নিতে পারবেন।
তারিখ : ০১-০৬-২০২৪ইং বরাবর, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, কুমিল্লা ।মাধ্যম : যথাযথ কর্তৃপক্ষ। বিষয়: চাকুরী হতে অব্যাহতি প্রদান প্রসঙ্গে।জনাব,বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী মনোহরগঞ্জ উপজেলাধীন ঠেংগারবাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত একজন সহকারী শিক্ষক। চাকুরীতে আমার প্রথম যোগদানের তারিখ ২২-০১-২০২৩ইং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, কুমিল্লা মহোদয়ের অফিস স্বারক নং ৩৮.০১.১৯০০.০০০.১১.**৩.২৩-**, তারিখ : ০৩-০১-২০২৩ইং এবং পরবর্তিতে মহোদয়ের যোগদানের অনুমতি পত্র স্বারক নং : ৩৮.০১.১৯০০.০০০.১১.**১.২৩-***, তারিখ : ২৩-০১-২০২৩ইং মোতাবেক সহকারী শিক্ষক পদে ২৪-০১-২০২৩ইং পূর্বাহ্নে ১০০ নং ঠেংগারবাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করি। বর্তমানে আমার ব্যক্তিগত অসুবিধার কারনে প্রাথমিক বিদ্যালয়ে চাকুরী করা সম্ভব হচ্ছে না, বিধায় উক্ত পদ হতে ০২-০৬-২০২৪ইং হতে চাকুরী অব্যাহতি প্রদানের আবেদন করছি।অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, আমার আবেদন পত্র গ্রহন করে আমাকে চাকুরী হতে অব্যাহতি প্রদান করতে আপনার একান্ত মর্জি হয় । বিনীত নিবেদক (নাজমুল হোসাইন) ডকফাইল সংগ্রহ করুন 👉 ক্লিক করুন। pdf সংগ্রহ করুন 👉 এখানে ক্লিক করুন। চাকরিতে জয়েন্ট হওয়ার জন্য কিভাবে আবেদন পত্র লেখবেন তাহার নমুনা কপি নিচে দেওয়া হল প্রয়োজনে ভিজিট করে দেখে আসতে পারেন । নিয়োগপত্র প্রাপ্তির জন্য আবেদন 👉 এখানে ক্লিক করুন। |