আবেদন পত্র লেখার নিয়ম পদ্ধতি আমাদের ছাত্র জীবন থেকে কর্মজীবন সব জায়গায় জরুরী হয়। বিভিন্ন কাজের জন্যই আমাদের বিভিন্ন রকম দরখাস্ত বা এ্যপ্লিকেশন লেখার নিয়ম জানার দরকার হয়ে থাকে৷ ছোটবেলায় ছুটির জন্য আবেদন পত্র লেখার নিয়ম শেখা কিংবা পড়াশোনা শেষে চাকরির দরখাস্ত লেখা, বাস্তবিক অর্থে আবেদন পত্র লেখার জন্য সবার মাঝেই প্রথমবার একটি অস্বস্তি অনুভব হয়ে থাকে। তাছাড়া, চাকরির দরখাস্ত লেখার নিয়ম নিয়ে আমাদের একটু বাড়তি সতর্কতাই অবলম্বন করতে হয়। তাই, আবেদন পত্র লেখার নিয়ম বাংলা মিডিয়ায় হলেও সঠিকভাবে জানা জরুরী।
আবেদন পত্র লেখার নিয়ম নিয়ে কোনো বিষয় অজানা থাকলে বা মনে দ্বিধাগ্রস্ত হলেও অন্য কারো সাহায্য গ্রহন করতে অস্বস্তিবোধ হয়। কারন শিক্ষাগত যোগ্যতার বিপরীতে কারো কাছে এধরনের সহযোগিতা চাওয়াটা বিব্রতকর মনে ওয়াটা অস্বাভাবিক নয়। তাই আমাদের উচিৎ আবেদনপত্র লেখার নিয়মগুলো সঠিকভাবে আয়ত্বে নিয়ে আসা।
• আবেদনের তারিখ
• প্রাপক (যার কাছে আবেদন করছেন তার নাম, পদবি ও ঠিকানা)
• আবেদনের বিষয়বস্তু।
• সম্ভাষণ (জনাব স্যার/ ম্যাডাম ইত্যাদি)
• আবেদনের বিষয়টির গঠনমূলক বর্ণনা।
• আবেদনকারীর নাম, পদবি, ঠিকানা।
নিচে একটি এম,পিও-ভুক্ত করার জন্য আবেদন পত্রের নমুনা দেওয়া হল।
এম,পিও-ভুক্ত করার জন্য আবেদন
বিসমিল্লাহির রাহমানির রাহীম।
তাং ০৩/১২/২০২০ ইং
বরাবর
স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রি মোহদয়, জনাব আলহাজ মোঃ তাজুল ইসলাম সাহেব।
বিষয়ঃ– এম,পিও–ভুক্ত করার জন্য আবেদন।
মহাত্মন,
সবিনয় নিবেদন এই যে, আমরা আপনার থানাধিন মনোহরগঞ্জ, ০৭ নং লক্ষনপুর ইউনিয়নের,৫ নং ওয়ার্ড, নারায়নপুর গ্রামের উ: পা: চৌরাস্তায়, ২০০৩ সালে একটি নূরানী ও এবতেদায়ী ইসলামীয়া একাডেমী মাদ্রাসা স্থাপন করে। অদ্যবধি ০৬ জন শিক্ষক দ্বারা, ও শিশু থেকে ৫ জামাত পর্যন্ত প্রায় ২০০ জনের বেশি ছাত্র/ছাত্রী নিয়া জরাজীর্ন ২টি টিনের ঘরে, ক্লাস পরিচালনা করে আসছি। এলাকার জনগন হত:দরিদ্র বিধায়, আর্থিক সহোযোগিতার তেমন কোন দানবীর লোক নাই। গ্রীষ্ম কালে প্রচন্ড গরমে, বর্ষায় বৃষ্টির কঁচি-কাঁচা বাচ্ছাদের সঠিক ভাবে ক্লাস পরিচালনা করি আসছি। শিক্ষক মোহদয়গনের মাসিক বেতন সঠিক ভাবে দিতে পারছিনা । বর্তমানে মাদ্রাসার জায়গার পরিমান দৈর্ঘ= ৬৫ ফুট,প্রস্থ ৩০ ফুট।
অতএব, জনাব দয়া প্রকাশে, অত্র গ্রামের হত:দরিদ্র এতিম ছাত্র/ছাত্রীদের প্রতি লক্ষ করে, অত্র মাদ্রাসাটি এম,পিও-ভুক্ত করার ব্যাপারে মহোদয়ের শূভদৃষ্টি কামনা করছি
webqvebZ
নারায়নপুর উ: পা: নূরানী ও এবতেদায়ী ইসলামীয়া একাডেমী
মাদ্রাসার উপদেষ্টা ও স্থায়ী কমিটির সকল সদস্য বৃন্দ।
উপদেষ্টা কমিটির সদস্য বৃন্দ। |
স্থায়ী কমিটির সকল সদস্য |
১। জনাব আলহাজ আব্দুস সাত্তার মাস্টার। ২। জনাব আলহাজ ক্বারী মোশারেফ হোসেন। ৩। জনাব আবুল কালাম (৫ নং ওয়ার্ড আঃ সভাপতি) ৪। জনাব আবুল কালাম– (৫ নং ওয়ার্ড মেম্বার।) ৫। জনাব আলহাজ বেলায়েত হোসেন। ৬। জনাব মোঃ আঃ বাতেন পাটোয়ারী। ৭। জনাব মোঃ মোতালেব হোসেন । |
১। জনাব আলহাজ আঃ লতিফ মাস্টার- সভাপতি ২। জনাব মোঃ খালেদুজ জামান সহ- সভাপতি। ৩। জনাব নুর মোহাম্মাদ মাস্টার- সেক্রেটারী। ৪। মোঃ রফিকুল ইসলাম-মাস্টার সহ:সেক্রেটারী। ৫। মোঃ শহিদুল্লাহ মোল্লা – কোষাদক্ষ। ৬। মোঃ মোস্তফা কামাল – সদস্য। ৭। মোঃ আজিজ উল্লাহ- সদস্য। ৮। মোঃ ছায়েদ উল্লাহ- সদস্য। ৯। মোঃ আব্দুল কুদ্দুস সদস্য। ১০। মোঃ আঃ বারেক সর্দার সদস্য। ১১। মোঃ সোলায়মান হোঃ সদস্য। ১২। মোঃ আবু ছায়েদ পাটোঃ সদস্য। |
বিশেষ দ্রষ্টব্য :
সম্মানিত বন্ধুগন এরকম আরো এপলিকেশন পেতে আমার ওয়েব সাইটটি সাব্সক্রাইব করে রাখুন।
প্রশ্ন তৈরী
বিশেষ আকর্ষণ:
সম্মানিত বন্ধুগন এরকম আরো এপলিকেশন পেতে আমার ওয়েব সাইটটি সাব্সক্রাইব করে রাখুন।
Thank you for reading the post.