শিক্ষক নিয়োগের আবেদন
আবেদন পত্র লেখার নিয়ম পদ্ধতি আমাদের ছাত্র জীবন থেকে কর্মজীবন সব জায়গায় জরুরী হয়। বিভিন্ন কাজের জন্যই আমাদের বিভিন্ন রকম দরখাস্ত বা এ্যপ্লিকেশন লেখার নিয়ম জানার দরকার হয়ে থাকে৷ ছোটবেলায় ছুটির জন্য আবেদন পত্র লেখার নিয়ম শেখা কিংবা পড়াশোনা শেষে চাকরির দরখাস্ত লেখা, বাস্তবিক অর্থে আবেদন পত্র লেখার জন্য সবার মাঝেই প্রথমবার একটি অস্বস্তি অনুভব হয়ে থাকে। তাছাড়া, চাকরির দরখাস্ত লেখার নিয়ম নিয়ে আমাদের একটু বাড়তি সতর্কতাই অবলম্বন করতে হয়। তাই, আবেদন পত্র লেখার নিয়ম বাংলা মিডিয়ায় হলেও সঠিকভাবে জানা জরুরী।
• আবেদনের তারিখ
• প্রাপক (যার কাছে আবেদন করছেন তার নাম, পদবি ও ঠিকানা)
• আবেদনের বিষয়বস্তু।
• সম্ভাষণ (জনাব স্যার/ ম্যাডাম ইত্যাদি)
• আবেদনের বিষয়টির গঠনমূলক বর্ণনা।
• আবেদনকারীর নাম, পদবি, ঠিকানা।
নিচে একটি শিক্ষক নিয়োগের আবেদন পত্রের নমুনা দেওয়া হল।
শিক্ষক নিয়োগের আবেদন নমুনা
বরাবর,
প্রধান শিক্ষক উত্তর উলুপাড়া আদর্শ নূরানী মাদরাসা,
উত্তর উলুপাড়া, উত্তর হাওলা, মনোহরগঞ্জ, কুমিল্লা।
বিষয়ঃ– শিক্ষক হিসেবে নিয়োগের আবেদন।
মহোদয় বিনিত নিবেদন এই যে, আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম যে, আপনার মাদরাসার শিক্ষক নিয়োগের জন্য উদ্যোগ নেয়া হয়েছে, সে প্রেক্ষিতে আমি নিম্নক্ষরকারী মাদরাসার শিক্ষক হিসেবে নিয়োগের জন্য প্রার্থী হিসেবে আবেদন করছি।
নিম্নে আমার বিস্তারিত তথ্য প্রদান করা হলো।
নাম : মোঃ *******
পিতার নাম : জানাব মৃত মোঃ নুরুজ্জামান ( রাহ.)
মাতার নাম : সুফিয়া বেগম
জন্ম তারিখ : ০১/০২/১৯৭৯ ইং
গ্রাম+পোস্ট : উত্তর হাওলা
উপজেলা : মনোহরগঞ্জ
জেলা : কুমিল্লা।
জাতীয়তা : বাংলাদেশী।
শিক্ষাগত যোগ্যতা:
পরীক্ষার নাম |
প্রাপ্ত বিভাগ |
পাসের সন |
বোর্ড |
দাওরায়ে হাদীস (মাষ্টার্স সমমান) |
২য় |
২০০৫ |
হাটহাজারী মাদরাসা, চট্টগ্রাম। |
নূরানী প্রশিক্ষন |
1ম |
২০০৫ |
তানজিমুল কুরআন বোর্ড নোয়াখালী |
ইমাম প্রশিক্ষন |
A- |
2013 |
ইমাম প্রশিক্ষন একাডেমী চট্টগ্রাম। |
|
|
|
|
অতএব
মহোদয়ের নিকট আবেদন এই যে, উপরোক্ত বিষয় বিবেচনা করে আমাকে উত্তর উলুপাড়া আদর্শ নূরানী মাদরাসায় শিক্ষক হিসেবে নিয়োগ প্রদানের জন্য বিনিত অনুরোধ জানাচ্ছি।
বিনীত নিবেদক
এখানে স্বাক্ষর হবে
মোঃ *****
তারিখঃ-
০১৭৬৫-*******
বিশেষ আকর্ষণ:
কম্পিউটার ল্যাপটপ বিষয়ে বিভিন্ন সমস্যার সমাধান সম্পর্কিত পোস্ট। এম এস ওয়ার্ড সম্পর্কিত ট্রিপস এনড ট্রিক্স সম্পর্কিত পোসট আপলোড করা হয়। তাই নতুন আপডেট পোস্ট পেতে সাব্সক্রাইব করে রাখুন।
Thank you for reading the post.