নৈমিত্তিক ছুটির আবেদন লেখার নমুনা:
নমুনা ফিকচার উপরে যেটা দিয়েছি হুবহু ঐটা অনুযায়ী ডকোমেন্ট তৈরি করবেন।
তাহলে সুন্দর হবে।
তারিখ :
বরাবর :
প্রধান :
শিক্ষক :
বানিয়চোঁ সরকারি প্রা: বিদ্যালয়
উত্তর হাওলা, মনোহরগঞ্জ, কুমিল্লা।
মাধ্যম : যথাযথ কর্তৃপক্ষ।
বিষয়: (ক) কর্মস্থল ত্যাগসহ ———– দিনের নৈমিত্তিক ছুটির আবেদন।
জনাব,
অধীনের বিনীত নিবেদন
আমার নৈমিত্তিক ছুটির প্রয়োজনে নিম্নলিখিত তথ্যসমুহ পেশ করলাম।
০১. নৈমিত্তিক ছুটির সময়কাল :———————–হতে ——————-পর্যন্ত।
০২. নৈমিত্তিক ছুটির কারণ :- ব্যক্তিগত/ পারিবারিক/ অসুস্থতা
০৩. এই ক্যালেন্ডারে বছরে ভোগকৃত মোট নৈমিত্তিক ছুটি ———–দিন।
০৪. ছুটিকালিন সময়ে দায়িত্ব প্রাপ্ত ব্যক্তির (প্রযোয্য ক্ষেত্রে) নাম: ———————-
০৫. ছুটিকালিন সময়ে অবস্থানের ঠিকানা : ———————————————
০৬. যোগাযোগের জন্য মোবাইল নম্বর : (ক) নিজ : 01926-000000 খ) বিকল্প: ঐ
অতএব,
প্রার্থনা উপরোক্ত তথ্যসমুহ বিবেচনা করে আমাকে ( কর্মস্থল ত্যাগের অনুমতি সহ (প্রযোয্য
ক্ষেত্রে) ———দিনের নৈমিত্তিক ছুটি মঞ্জুর করতো মহোদয়ের মর্জি হয়।
বিনীত নিবেদক
স্বাক্ষর:
নাম: কামরুল হোসাইন
পদবী: সহকারী শিক্ষক
প্রতিষ্ঠান: বানিয়চোঁ সরকারি প্রা: বিদ্যালয়
অনুমোদিত:
স্বাক্ষর:
সীল:
বরাবর,
সুপারিনটেনডেন্ট
ডি আই মাদারীপুর
বিষয়: নৈমিত্তিক ছুটির
জন্য আবেদন।
১. আবেদনকারীর নাম :—————————————————————–
——————-তারিখ পর্যন্ত।
৫. প্রার্থিত ছুটির দিনের সংখ্যা :———————-( ) দিন।
—————————————————————————————————————————————–
টেলিফোন/মোবাইল নম্বর :
তারিখ :———————————–
আবেদনকারীর স্বাক্ষর ও তারিখ
রোল:
শিফট:
শিক্ষাবর্ষ:
মঞ্জুর/না মঞ্জুর
সুপারিনটেনডেন্ট
ডি আই মাদারীপুর
বরাবর
প্রধান শিক্ষক
——————,
—————— ।
বিষয়: নৈমিত্তিক ছুটরি জন্য আবেদন পত্র ।
মহোদয়,
যথাবিহীত সম্মার্নপূবক বিনীত নিবেদন এই যে, মোছাঃ খায়রুন নাহার, সহকারি শিক্ষক হিসাবে কর্মরত । আমার পারিবারিক কারণে—— তারখি হতে ——– তারখি পর্যন্ত ৩ (তিন)দিনের নৈমিত্তিক ছুটি প্রয়োজন।
অতএব, আমাকে উক্ত ৩ (তিন)দিনের নৈমিত্তিক ছুটি মঞ্জুর করতে জনাবের সদয় মর্জি হয়।
নিবেদক:
নামঃ
পদবী:
তারিখ:
বি.দ্র: হ্যাডকোয়াটর ত্যাগ করলে সদর দপ্তর ত্যাগের অনুমতিসহ আবেদন করতে হবে এবং ছুটিকালিন ঠিকানা উল্লখে করতে হব।
উদাহরণঃ অতএব, আমাকে উক্ত ৩ (তিন)দিনের নৈমিত্তিক ছুটি সদরদপ্তর ত্যাগের অনুমতসহ মঞ্জুর করতে জনাবরে সদয় মর্জি হয়।
ছুটিকালিন ঠিকানা:
ওয়ার্ড ও পিডিএফ এখানে
Thank you for reading the post.