এসিও পরিচিতি:
Seo মানি, সার্চ ইঞ্জিন অফটিমাইজেশন ( Search Engine Optimization ) এটি ডিজিটাল মার্কেটিংয়ের একটি অংশ। সার্চ ইঞ্জিন এমন একটি সফ্টওয়ার বা অন-লাইন ওয়েব সাইট যেখানে আমরা আমাদের তথ্য খোজে বের করতে পারি।
কোন ওয়েব পোস্টকে নিখুঁত ভাবে কি-ওয়ার্ড রিসার্চ করে সাজিয়ে গুগল সার্চ কনসোলে সাবমিট করাকে এসিও (Seo) বলে। যাতে করে মানুষ ঐবিষয়ের কি-ওয়ার্ড দ্বারা সার্চ করে সহজে ওয়েব পেইজটি পেয়ে যায় বা ঐতথ্যটি পেয়ে যায়। ইন্টারনেট জগতে বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন আছে যেমন Google , Yahoo, Bing, Yandex, Baidu, ইত্যাদি।
Search Engine Result Pae ( SERP)
আমরা কোন ব্রাউজার অপেন করে সার্চ বক্সে কোন কিছু লিখে সার্চ করার পর আমাদের সামনে যে পেইজটি প্রদর্শিত হয় ঐ পেইজকে সার্প পেইজ বলে।
এটাকে বলে সার্প পেইজ:
আমরা কোন কিছু না জানলে বলি সমস্যা নাই কি হয়েছে গুগল মামা আছেনা? গুগল থেকে জেনে নিব। এখন প্রশ্ন জাগে যে গুগল এতকিছু জানে কিভাবে ? এটার সহজ উত্তর হল যারা সার্চ ইঞ্জিন তৈরি করেছেন তারা অন-লাইনে অটো কিছু সফ্টওয়ার সেট করে রেখেছেন যে গুলোকে স্পাইডার বা বট বা ক্রলার বলে । এগুলো পৃথিবীর অনলাইন দুনিয়ায় ২৪ ঘন্টাই ঘুরে ঘুরে দেখে কোন সাইটে কি নতুন আপলোড করা হয়েছে? সেগুলে গুগল রুবটে সংগ্রহ করে রাখে। তাই আমারা সার্চ করলে পাই। আসলে মূলত গুগল মামা জানেনা। সে সুধু তথ্য সংগ্রহ করে রাখে। যেমন একজন লাইব্রেরীর মালিক সে জানে তার লাইব্রেরীর মধ্যে কোন তাকে কোন বইটি আছে বা কোথায় কোন বইটি পাওয়া যাবে? সুধু মাত্র এইটুকু । সেতো লেখক, গবেষক না, সে তো সকল বইয়ের জ্ঞান রাখেনা।
Keyword:
সার্চ বক্সে আমরা যাহা কিছু লেখে সার্চ করি ঐ লেখাগুলোকে বলে কি-ওয়ার্ড ।
যেমন: আমি ল্যাপটপের মূল্য জানতে চাই এখন গুগলে Laptop Price in bd এ ওয়ার্ড গুলো লেখে আমি ব্রাউজারের সার্চবারে লেখে সার্চ করবো। এই ওয়ার্ড গুলাকে কি- ওয়ার্ড বলে।
কি-ওয়ার্ড এর সংক্ষিপ্ত রূপ KW আমি এই পোস্টে KW দ্বারা কি-ওয়ার্ড বুঝিয়েছি।
Types of Keywords:
পৃথিবীতে যত ধরনের কি-ওয়ার্ড আছে সেগুলো প্রথমত দুই প্রকার
১। Non Commercial Intent: নন-কমার্সিয়াল ইনটেন্ট কি-ওয়ার্ড।
২। Commercial/Buying Intent Keyword: কমার্সিয়াল অথবা বাইয়িং ইনটেন্ট কি-ওয়ার্ড।
Non Commercial Intent:
নন-কমার্সিয়াল ঐধরনের কি-ওয়ার্ড যে সকল কি-ওয়ার্ড দিয়ে মানুষ গুগলে সার্চ করে কোন কিছু ক্রয় করার উদ্যেশ্যে না। সুধুমাত্র জানার উদ্দেশ্যে যেমন নিচে দেখানো হলো।
1. What is + KW = What is hosting?
2. How to + KW = How to make a website?
Commercial/Buying Intent Keyword:
কমার্সিয়াল অথবা বাইয়িং ঐধরনের কি-ওয়ার্ড যে সকল কি-ওয়ার্ড দিয়ে মানুষ গুগলে সার্চ করে কোন কিছু ক্রয় করার উদ্যেশ্যে। যেমন নিচে দেখানো হলো।
1. Best+KW = Best hosting (Short Key-Word), Best mobile under 300$ (Longtail Key-word)
2. KW + Review = Bluehost Review, Samsung S9 Review
3. KW + Price Samsung S9 Price
4. KW + Time = Honda CBR Price 2018, Bluehost review 2018
এসিও এর ক্ষেত্রে বা রিসার্চের ক্ষেত্রে (Keyword) কি-ওয়ার্ডকে আরো তিনটি ভাগে ভাগ করা হয়।
1. Generic Keyword / Head KW ➤ Camera, DSLR Camera
2. Broad Match Keyword / Body KW
➤ Nikon DSLR Camera
3. Exact Match Keyword / Tail/ Long Tail KW
Nikon DSLR Camera for Landscape Photography
Nikon D5 DSLR Camera
আপনার ওয়েব পেইজ রেঙ্কিং কিভাবে করবেন।
আপনার ওয়েব পেইজ রেঙ্ক করার জন্য কয়েকটি কাজ করা প্রয়োজ যাহা নিচে দেওয়া হল।
1. Content Quality (কনটেন্ট কুয়ালিটী)
অর্থাৎ আমাদেরকে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় একটি টপিকের উপর কনটেন্ট তৈরি করতে হবে। যে বিষয়ের উপর মানুষ অনলাইনে খুজ করে। সে ধরনের কনটেন্ট তৈরি করতে হবে।
2. Domain Factors
ডোমেইন ফেক্টর্স মানি ডোমেইনের বয়স, ডোমেইনের অথরেটি কেমন, ভেলু কতটুকু
3. User Interaction
ইউজার ইন্টার-একশন মানি, মনে করেন একজন ট্রাফিক আপনার ওয়েব পেইজে প্রবেশ করেছে। তারপর সে কত সময় ব্যয় করেছি, কতটুকু স্ক্রল করেছে।
4. Onsite Factors
5. Offsite Factors
Thank you for reading the post.
Post Views: 170