চিকিৎসা ছুটির আবেদন

আবেদন পত্র লেখার নিয়ম পদ্ধতি  আমাদের ছাত্র জীবন থেকে কর্মজীবন সব জায়গায় জরুরী হয়। বিভিন্ন কাজের জন্যই আমাদের বিভিন্ন রকম দরখাস্ত বা এ্যপ্লিকেশন লেখার নিয়ম জানার দরকার হয়ে থাকে৷ ছোটবেলায় ছুটির জন্য আবেদন পত্র লেখার নিয়ম শেখা কিংবা পড়াশোনা শেষে চাকরির দরখাস্ত লেখা, বাস্তবিক অর্থে আবেদন পত্র লেখার জন্য সবার মাঝেই প্রথমবার একটি অস্বস্তি অনুভব হয়ে থাকে। তাছাড়া, চাকরির দরখাস্ত লেখার নিয়ম নিয়ে আমাদের একটু বাড়তি সতর্কতাই অবলম্বন করতে হয়। তাই, আবেদন পত্র লেখার নিয়ম বাংলা মিডিয়ায় হলেও সঠিকভাবে জানা জরুরী।

 

তাছাড়া, প্রতিটি আবেদন পত্র লেখার নিয়ম পৃথক পৃথক হয়ে থাকে। তাই কিভাবে আবেদনপত্র লেখার নিয়ম অনুসরণ করে দরখাস্ত লিখবো। এবং দরখাস্তে কি কি লিখতে হবে এসব বিষয়ে প্রশ্ন থেকেই যায়।

চিকিৎসা ছুটির আবেদন

তারিখ: —-/—-/২০২৪ইং

বরাবর

উপজেলা শিক্ষা অফিসার

মনোহরগঞ্জ, কুমিল্লা।

 

মাধ্যম: যথাযথ কর্তৃপক্ষ।

বিষয়: চিকিৎসা ছুটির আবেদন।

 

সবিনয় নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষর কারী কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলাধীন ঠেংগারবাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আমার প্রথম যোগদানের তারিখ ২২/০১/২০২৩ইং। বর্তমানে আমার শারীরিক অসুস্থতার কারণে ডাক্তার আমাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তাই অসুস্থতার জন্য আমার চিকিৎসা ছুটির প্রয়োজন। আমি —/০৫/২০২৪ইং হতে —–/০৬/২০২৪ইং খ্রি: পর্যন্ত অসুস্থতা জনিত কারণে গড় বেতনে চিকিৎসা ছুটির আবেদন করছি।

 

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন আমাকে ——/০৫/২০২৪ইং হতে —-/০৬/২০২৪ইং খ্রি: পর্যন্ত চিকিৎসা ছুটি দানে বাধিত করবেন।

 

বিনীত নিবেদক

 

 

নাজমুল হোসাইন

সহকারী শিক্ষক

ঠেংগারবাম সরকারী প্রাথমিক বিদ্যালয়

মনোহরগঞ্জ, কুমিল্লা।

মোবাইল: 01926****41

ইমেইল: fardin****f111@gmail.com

 

চিকিৎসা ছুটির আবেদন ডকফাইল👉 এখানে  👈

প্রধান শিক্ষক পদে চাকুরীর আবেদন বাংলায়

1 thought on “চিকিৎসা ছুটির আবেদন”

  1. Pingback: থানায় জিডি করার নিয়ম,থানায় অভিযোগ,থানায় অভিযোগ দরখাস্ত লেখার নিয়ম - Educational Tips & Tricks.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top