MS Word Insert Menu এম এস ওয়ার্ড ইনসার্ট মেনু
এই ম্যানুতে মোট ১০টি বোর্ড আছে
এক নাম্বারে Pages Tab পেইজেস ট্যাব :
এই বোর্ডের অধিনে ৩টি অপশন আছে ।
১। কভার পেইজ Cover Page: এই অপশন দ্বারা আমরা ডকোমেন্টের কভার পেইজ তৈরি করতে পারবো। ডিপল্ট ভাবে বিভিন্ন ধরনের কভার পেইজ মাইক্রোসফ্ট কম্পানি দিয়ে রাখে আমরা ঐগুলো কাস্টোমাইজ করে আমাদের নিজের মত করে তৈরি করে নিতে পারি বা ব্যবহার করতে পারি।
যাহার নমুনা নিচের ফটোতে দেয়া হল।
ছবিতে প্রদর্শিত নিচের More Cover Pages from office.com এই অপশন গিয়ে আমারা মাইক্রোসফ্ট কম্পানির ওয়েভ সাইট থেকে আরো আপডেট কভার পেইজ নামিয়ে ব্যবহার করতে পারি।
আবার Remove Current Cover Page এখানে ক্লিক করে আমরা কভার পেইজ রিমুভ করতে পারি।
অনুরূপ ভাবে Save Selection to Cover Page Gallery এখানে ক্লিক করে আমার আমাদের েইডিট করা বা তৈরি কভার পেইজ গ্যালারিতে সংরক্ষণ করে রাখতে পারি।
২। ব্লাংক পেইজ Blank Page: এই অপশন দ্বারা আমরা ডকোমেন্টে আমরা খালি পেইজ নিতে পারি।
৩। পেইজ ব্রেক Page Breack : এই অপশন দ্বারা আমারা ডকোমেন্টে কোন পেইজকে ব্রেক করতে পারি। পেইজ ব্রেক মানি হলো, মনে করেন আমরা একটা পেইজে অর্ধেক লেখে আর লেখবো না। তখন যদি আমরা যেখান থেকে আর লেখবো না সেখানে মাউজ এর কর্সর রেখে পেইজ ব্রেকে ক্লিক করি তাহলে ঐ অর্ধেক পেইজ খালি থেকে নতুন আরেকটা পেইজে কার্সর চলে যাবে।
Pages Tab (পেইজেস ট্যাব) সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ?
ক্লিক করুন।
Tables All Options ( ট্যাবলের সকল অফশন )
Pages Tab পেইজেস ট্যাব এর পর Tables Tab অবস্থিত এই ট্যাব এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ট্যাবিল ড্রয়িং ও ডিজাইন করতে পারি। যেমন: রেজাল্টশীট, মার্কশীট, ইত্যাদি।
ট্যাবলের সকল অফশন প্র্যাকটিলে দেখতে এখানে ?
ক্লিক করুন।
Picture Options পিকচার অফশন:
এই অফশনটির মাধ্যমে আমরা আমাদের এম এস ওয়ার্ড ডকোমেন্টে পিকচার আনতে পারি।
এবং বিভিন্ন ধরনের স্টাইল ও ডিজাইন করতে পারি। বিস্তারিত দেখতে এখানে ?
ক্লিক করুন।
Thank you for reading the post.
Post Views: 151